শিরোনাম :
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট রাখার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন
Padma Sangbad

ঝিনাইদহ প্রতিনিধিঃ
বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট রাখার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।মঙ্গলবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা অংশ নেয়।এসময় বক্তারা বলেন, আমরা প্রায় দুই বছর ধরে বাংলা ইংরেজি ও সাধারণ জ্ঞান পড়ে আসছি। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে শিক্ষার্থীরা ভেঙে পড়েছে। তাই আগের মতোই ভর্তি পরীক্ষার আয়োজন করতে হবে। যদি গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয় তবে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হবে। এজন্য গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষার ক্ষেত্রে বিভাগ পরিবর্তন ইউনিট রাখার দাবি জানান তারা।
Tag :