আজ ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দর্শনা পৌরসভা নির্বাচন কে হচ্ছেন নৌকার মাঝি, কে পাচ্ছেন ধানের শীষ?

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
ঘোষিত তফসিল অনুসারে আগামী ৩০ জানুয়ারী দর্শনা পৌর সভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পৌর নির্বাচনের সম্ভাব্য মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীগণ লিফলেট বিতরণসহ পৌর সভার বিভিন্ন জায়গায় রঙিন ও সাদা-কালো পোস্টার সাঁটিয়ে দোয়া-সমর্থন চেয়ে নিজের প্রার্থীতা জানান দিয়েছেন।
এর আগে, নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের অনেকেই করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, তেল, পেয়াঁজ, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সাবান, পানির ট্যাঙ্ক বিতরণ করে তাদের পাশে দাঁড়িয়েছেন। বর্তমানে দল বেধে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় এবং খোঁজ-খবর নিয়ে গণসংযোগ চালাচ্ছেন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের সম্ভাব্য প্রার্থীরা। প্রচারণা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং মোবাইলে।
এদিকে, তফসিল ঘোষণার আগে থেকেই দর্শনা পৌর এলাকায় বিরাজ করছে নির্বাচনী আমেজ। নির্বাচন নিয়ে আলোচনা চলছে পৌর এলাকার বিভিন্ন মোড়ের চায়ের স্টল, মুদি দোকানসহ বিভিন্ন আড্ডাস্থলে। আলোচনায় পিছিয়ে নেই পরিবারের লোকজনও।

ওইসব আলোচনায় কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের সম্ভাব্য প্রার্থীদের চাইতে প্রাধান্য পাচ্ছে বড় দুই রাজনৈতিক দলের মনোনয়ন নিয়ে। বর্তমানে পৌরসভা জুড়ে মুলতঃ আলোচনা একটাই, ‘দর্শনা পৌরসভা নির্বাচনে বড় দুই দল থেকে কে কে হচ্ছেন মেয়র প্রার্থী?’ তাছাড়া আলোচনা হচ্ছে, সম্ভাব্য মেয়র প্রার্থীদের মাঝে কে কেমন? কার জনপ্রিয়তা বেশী? কাকে মনোনয়ন দিলে ভাল হবে? কাকে দেওয়া উচিত? কার মনোনয়নে জয়ের সম্ভাবনা বেশী? ইত্যাদি বিষয় নিয়ে।
তবে, দলীয় মনোনয়ন প্রত্যাশীরা তাকিয়ে আছেন ঢাকার দিকে। অধীর আগ্রহে তারা অপেক্ষায় আছেন কেন্দ্রীয় ঘোষণার জন্য। অনেকেই আবার কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে লবিং করছেন। নিজের অবস্থান তুলে ধরে তাদের মনজয়ের চেষ্টা করছেন দলীয় মনোনয়নের জন্যে।
এদিকে, স্থানীয়ভাবে দলীয় সম্ভাব্য মেয়র প্রার্থী হিসাবে আলোচনায় আছেন- বর্তমান জন প্রিয় মেয়র দর্শনা পৌর আ.লীগের সভাপতি মতিয়ার রহমান , দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছােট , সাবেক ছাত্রলীগ নেতা আবু সাঈদ মাে . হাসান । এছাড়া বিএনপির মনােনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছেন সাবেক মেয়র , বিএনপির প্রবীণ নেতা মহিদুল ইসলাম ,বিএনপির
হাবিবুর রহমান বুলেট ,দর্শনা পৌর যুবদলের সভাপতি এনামুল হক শাহ মুকুল।
দর্শনা পৌর আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, দর্শনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ের জন্য তিনজনের নামের তালিকাঢাকায় পাঠানো হয়েছে।
দর্শনা পৌর বিএনপির নেতৃবৃন্দরা
বলেন, ‘মেয়র পদে দলীয় মনোনয়েনর জন্য কেন্দ্রীয় গাইডলাইন অনুসারে প্রার্থী তালিকা প্রনয়ন করে অচিরেই
প্রকাশ করা হবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :