আজ ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

জাগরন !!!

রাশিদা-য়ে আশরার
হে নারী জাগো…
এখন সময় এসেছে জাগরনের;
তোমরা যদি না জাগো
তবে জাগার আগেই যাবে হারিয়ে!
স্মরণ করো জননেত্রী শেখ হাসিনার
পরিবার পরিজন হারিয়ে নিঃস্ব যিনি
বোবাকান্না বুকে নিয়ে;
মহা সাগরের জল রোমন্থন করে-
পাথর চোখে স্বপ্ন সাজিয়ে জাল বুনে
বাবার স্বপ্ন নিজের মধ্যে বপন করে;
মাতৃভূমিকে সাজাবার দৃঢ় প্রত্যয়ে!
আমি কোন দলের কথা বলতে আসিনি
দল- মত-নির্বিশেষে শুধু মানুষের কথা,
সংগ্রাম ও সমৃদ্ধির কথা-
বলতে চাই- হয়তো মানুষ তাই!
জেগে ওঠো নারী;
জেগে ওঠো পোশাকি স্বাধীনতার মোহ ভেঙে
প্রকৃত স্বাধীনতা ও আত্মপরিচয় গঠনে…!!!
২০০৩
(অস্থির সময় ক্লান্ত পাখিরা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :