শিরোনাম :
চুয়াডাঙ্গা পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন চলছে
Padma Sangbad

মোঃ পলাশ উদ্দিন।। চুয়াডাঙ্গা পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন চলছে । আজ সোমবার সকাল ৮ টায় ভোট গ্রহন শুরু হয়। চলবে বিকাল ৪ টা পর্যন্ত। সকালে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। তবে শীতের কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম দেখা গেছে।
এবারই প্রথম চুয়াডাঙ্গা পৌরসভার ভোট ইভিএম মেশিনে গ্রহণ করা হচ্ছে।
চুয়াডাঙ্গা পৌরসভায় মোট ভোটার ৬৭ হাজার ৮০৮ জন। ৯টি ওয়ার্ডে ৩৩টি কেন্দ্রে ভোট গ্রহন করা হচ্ছে।
নির্বাচনে মেয়র পদে ৭ জন এছাড়া সংরক্ষিত কাউন্সিলর ৩টি পদে মোট ১৩ জন এবং সাধারণ কাউন্সিলর ৯টি পদে ৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
বেলা ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।।
Tag :