আজ ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চোরাবালি


সময়ের চোরাবালিতে হারিয়ে গেছে
সোনালী সেই সময়;
ভগ্ন হৃদয় আহত আশা
কুয়াশার চাদরে জীর্ণ বাসনা
স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছে
অনাদর অবহেলায়!
আশা নিয়েই মানুষ বেঁচে থাকে
ভাবনার অথৈ সাগরে ডুবে-
কল্পনার সাথে বসবাস করে
স্বপ্ন নিয়ে এগিয়ে যায় সামনে,
চলার পথ হয় উদ্দীপ্ত ।
এ আশাবাদ হৃদয়ে ব্যাপ্ত,
দূর্নীতির মেঘ সরিয়ে ছড়াবে দ্যূতি-
আসবে সুপ্রভাত…
নিশীথের অন্ধকার সরিয়ে
মানবতার দেয়ালে নতুন সূর্যের হাতছানি!
আবাদ হোক মুক্ত মনের প্রতিটি প্রাণে
গনতন্ত্রের চর্চা হোক প্রতিটি ঘরে-
স্বাধীনতার সুফল বয়ে আনুক দেশের তরে।
ফিরে পাক সোনালী সেই সময়
আপামর জনসাধারণ বাংলার মানুষ-
মনুষ্যত্বের উঠানে বিবেকের চারাবিজ
উঠুক নতুন করে;
ছড়িয়ে পড়ুক লাল-সবুজ পতাকা
স্বপ্নিল চত্বরে!
২০২০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :