কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।
কাজিপুরের পারুলকান্দি গ্রামের পারুলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম
শ্রেণির ছাত্রীকে (১০) একই গ্রামের পিতা মৃত নবীর সরকারের পুত্র লম্পট বিশা সরকার কর্তৃক শ্লীলতাহানির শিকার হয়েছে।
এই ঘটনায় এলাকার মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
লাঞ্চচনার শিকার ছাত্রীর পিতা পারুলকান্দি গ্রামের আঃ মজিদ মন্ডল ও ছাত্রীর সুত্রে জানাযায় সম্প্রতি অই ছাত্রী ৫ম শ্রেণি থেকে অটো পাশ নিয়ে স্থানীয় হরিনাথপুর হাই স্কুলে ভর্তি হতে ইচ্চা করেন।
এসময় একই গ্রামের লম্পট বিশা সরকার মেয়েটিকে বিনে পয়শায় লেখা পড়ার সুযোগ সহ উপবৃত্তি প্রদানের প্রলোভন দেখিয়ে গত ২৫ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টায় মেয়ে ও তার পিতা মজিদ মন্ডলকে সংগে নিয়ে লম্পট বিশা সরকার হরিনাথপুর হাই স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বাড়িতে যায়।
বাড়িতে গিয়ে ভর্তি সংক্রান্ত আলাপ আলোচনা শেষে বাড়ি ফেরার পথে মজিদ মন্ডল বাজার করার জন্য মেয়েটিকে বিশার সাথে বাড়ির উদ্যেশ্যে পাঠিয়ে দেয়।
মেয়েটির অভিযোগ বিশার সাথে বাড়িতে আসার পথে চরনাটাবাড়ি শাহপাড়ার উত্তর পাশে আসার পর একটি ফাঁকা ভুট্টার আইলে গিয়ে মেয়েটিকে নানা ভাবে প্রলোভন দিয়ে মেয়েটির শরীরে স্পর্শ কাতর স্থানে হাত লাগায়।
এসময় মেয়েট বিশার খারাপ উদ্যেশ্য বুঝতে পেড়ে তার হাত হতে ছুটে পার্শ্ববর্তী চানতারার বাড়িতে গিয়ে আশ্রয় নেয়।
ঘটনার পর তার বোন জামাইকে সাথে করে নিজ বাড়ি পারুলকান্দিতে আসে এবং তার বাবা মাকে ঘটনাটা জানায়।
এঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে, কাজিপুর থানা পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেছেন।
অপর দিকে মহল বিশেষ ঘটনাটিকে নিয়ে আগামী বৃহস্পতিবার ৩১ডিসেম্বর শালিসী বৈঠকের ব্যাবস্থা চলছে বলে জানা যায়।
Leave a Reply