শিরোনাম :
বিবর্ন নীল কাব্য
Padma Sangbad

কবি শেখ হাবিবুর রহমান হাবিব।
বিবর্ন নীল কবিতারা স্বপ্নে বিভর জীবন,
বোঝেনা লাভ লোকসান কত যে রজনী পোহায়।
হারিয়ে যাওয়া মুখগুলো ভিড় করে কালের স্রোতে কাহিনী কাব্যের বেড়াজালে বন্দী মানব রচিত প্রেম কাব্য।
নীল জোছনা বাতাসে উড়ায় অভিমান অনুরাগ ভুতলে লুটায় সকল প্রেম।
স্নিগ্ধ মলিন ভালবাসার আবেশে জড়াতে এসে তুমিও হয়েছো নন্দিনী,
কবিতার খাতায় আমি বিবর্ন নীল কাব্য আলোকবিহীন যাএা পথের।
ধুসরিত ধুলায় লুটানো জীবনে এসো আরেকবার আমার পাশে
আলোর দিশারী হয়ে।
Tag :