চুয়াডাঙ্গা ১০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

তোমাকে নিয়ে

Padma Sangbad

রাশিদা-য়ে আশরার
ইচ্ছা ছিল তোমাকে নিয়ে লিখবো
একটি কবিতা-
দূর পাহাড়ে দেখব বসে সূর্য ডোবা;
কৃষ্ণচূড়ার ছায়ায় বসে তোমার কোলে
মাথা রেখে একটু জিরিয়ে নেয়া,
তোমাকে নিয়ে স্বপ্ন দেখা-
হলো না আর রয়ে গেছে আজও অধরা!
অভিশপ্ত কোন এক দিনে তোমাকে হারাই
কোন এক দুর্ঘটনায়;
চলে গেলে না ফেরার দেশে-
পৃথিবীর মায়া ছেড়ে!
ইচ্ছা ছিল তোমাকে নিয়ে একটি কবিতা লিখা।

ছোট্ট একটা জীবন নিয়ে এসেছিলে ধরাই ;
পঁচিশটি বসন্ত পেরিয়ে অকালে তোমাই হারাই!
নষ্ট রাখীর কষ্ট নিয়ে এতটা পথ একলা একা
দেখনি তুমি বোঝনি তুমি;
সময় বয়ে গেছে কিন্তু বদলাইনি আমি…
পাব না আর জানি তোমাকে শুধু মিথ্যা ভাবি;
সেই থেকে আজ অবধি রয়ে গেলাম
একলা একা!
ইচ্ছা ছিল তোমাকে নিয়ে একটা কবিতা লেখা,
আজ সেই সন্ধিক্ষণ-
প্রয়াস পেলাম তোমাকে জানাবার;
শেষ হলো তোমাকে নিয়ে কবিতা লেখা।
২০১৯
(অস্থির সময়ে ক্লান্ত পাখিরা)

আপডেট : ০৭:৪৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০

তোমাকে নিয়ে

আপডেট : ০৭:৪৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০

রাশিদা-য়ে আশরার
ইচ্ছা ছিল তোমাকে নিয়ে লিখবো
একটি কবিতা-
দূর পাহাড়ে দেখব বসে সূর্য ডোবা;
কৃষ্ণচূড়ার ছায়ায় বসে তোমার কোলে
মাথা রেখে একটু জিরিয়ে নেয়া,
তোমাকে নিয়ে স্বপ্ন দেখা-
হলো না আর রয়ে গেছে আজও অধরা!
অভিশপ্ত কোন এক দিনে তোমাকে হারাই
কোন এক দুর্ঘটনায়;
চলে গেলে না ফেরার দেশে-
পৃথিবীর মায়া ছেড়ে!
ইচ্ছা ছিল তোমাকে নিয়ে একটি কবিতা লিখা।

ছোট্ট একটা জীবন নিয়ে এসেছিলে ধরাই ;
পঁচিশটি বসন্ত পেরিয়ে অকালে তোমাই হারাই!
নষ্ট রাখীর কষ্ট নিয়ে এতটা পথ একলা একা
দেখনি তুমি বোঝনি তুমি;
সময় বয়ে গেছে কিন্তু বদলাইনি আমি…
পাব না আর জানি তোমাকে শুধু মিথ্যা ভাবি;
সেই থেকে আজ অবধি রয়ে গেলাম
একলা একা!
ইচ্ছা ছিল তোমাকে নিয়ে একটা কবিতা লেখা,
আজ সেই সন্ধিক্ষণ-
প্রয়াস পেলাম তোমাকে জানাবার;
শেষ হলো তোমাকে নিয়ে কবিতা লেখা।
২০১৯
(অস্থির সময়ে ক্লান্ত পাখিরা)