আজ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বৃহস্প‌তিবার সব ধরণের ব্যাংক লেনদেন বন্ধ

অনলাইন ডেস্ক।
ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে আগামীকাল বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর)। ব্যাংক হলিডে উপলক্ষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ জন্য বন্ধ থাকবে শেয়ার বাজারের লেনদেনও।
তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো পঞ্জিকা বছরের আর্থিক হিসাব শেষ করে। এদিন বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয়। যে কারণে এ দিনটি ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়।
এছাড়া বৃহস্পতিবার ব্যাংক খোলা থাকলেও কোনো ধরনের লেনদেন হয় না। তবে এ সময় গ্রাহকরা কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন।
একইভাবে ১ জুলাইও ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়ে থাকে। ওইদিন ব্যাংকগুলোতে অর্ধবার্ষিকী প্রতিবেদন করা হয়। দিনটিতে বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাফতরিক কার্যক্রম করা হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :