আজ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাকিস্তানে গ্রেফতার মুম্বাই হামলার ‘মাস্টারমাইন্ড’

অনলাইন ডেস্ক।
পাকিস্তানে গ্রেফতার মুম্বাই হামলার ‘মাস্টারমাইন্ড’
জাকিউর রহমান লাখবি
২০০৮ সালের ভারতের মুম্বাই হামলার হামলার অন্যতম মূলহোতা জাকিউর রহমান লাখভি পাকিস্তানে গ্রেফতার হয়েছেন। শনিবার জঙ্গি কার্যকলাপে অর্থ জোগানোর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
মুম্বাই হামলার অভিযোগে আটক থাকার পর ২০১৫ সালের এপ্রিল মাসে জামিনে মুক্তি পায় সে।
জাকিউর রহমান লাখভিকে পুনরায় আটকের বিষয়টি পাকিস্তান সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
তবে কোন জায়গা থেকে লাখভিকে গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে কিছু বলা হয়নি।
এ বিষয়ে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট অব পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়, জঙ্গি কার্যকলাপে অর্থ যোগান দিতে একাধিক কার্যকলাপ চালাচ্ছিল সে। সেই কারণেই শনিবার তাকে গ্রেফতার করা হয়েছে।
জাতিসংঘের আন্তর্জাতিক জঙ্গি তালিকাভুক্ত লাখভি ২৬/১১ মুম্বই হামলার অন্যতম মূলহোতা ছিল।
২০০৮ সালে পাকিস্তানের ১০ জঙ্গি মুম্বাইয়ের একাধিক স্থানে হামলা চালিয়েছিল। ওই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ১৬৬ জন। আহত হন ৩০০ জন। সেই হামলাতে বড় ভূমিকা ছিল লাখভির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :