পবিত্র ওমরাহ পালনে মানতে হবে নতুন শর্ত

অনলাইন ডেস্ক।
প্রাণঘাতী করোনার সংক্রমণ ঠেকাতে পবিত্র ওমরাহ পালনে আসছে নতুন শর্ত। এখন থেকে করোনার বিস্তার থাকাকালীন কেউই টিকা ছাড়া ওমরাহ পালন করতে পারবে না! আল-আরাবিয়া চ্যানেলকে এ তথ্য জানিয়েছেন হজ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ বেনতেন।
সূত্রটি জানায়, যারা ওমরাহ করতে চান তাদের অবশ্যই প্রাণঘাতী করোনার টিকা নিতে হবে। করোনাভাইরাস ভ্যাকসিন ডোজ নেওয়ার পর মঙ্গলবার (৫ জানুয়ারি) জেদ্দায় এ কথা জানান দেশটির হজবিষয়ক মন্ত্রী মোহাম্মদ বেনতেন।
মন্ত্রী ওই গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জানান, প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব যেন আর না ছড়াতে পারে, সে জন্য নিরাপদ ও সতর্কতামূলক প্রতিরোধ ব্যবস্থা গ্রহণে এ উদ্যোগ নিতে যাচ্ছে সৌদি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করেই এ সিদ্ধান্ত নেয়া হবে।
হজ মন্ত্রী আরও বলেন, ওমরাহ কার্যক্রম চালু রাখতে নিরাপত্তামূলক ব্যবস্থাগুলো অব্যাহত থাকবে। ওমরাহ পালনকারীদের বয়সসীমার ক্ষেত্রে প্রাধান্য থাকবে।
এছাড়া অন্যান্য নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকবে, সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণ; স্যানিটাইজার ব্যবহার; মাস্ক পরা এবং নামাজে নিজ নিজ জায়নামাজ বহন করা।
তবে হজমন্ত্রী বেনতেন এ ঘোষণা কবে থেকে চালু হবে; এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র: গালফ বিজনেস ডটকম