ঝিনাইদহ প্রতিনিধিঃ
মুজিব শতবর্ষ উপলক্ষে ঝিনাইদহে অসহায় শীতার্তদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)। এছাড়াও করোনা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামুলক র্যালী করা হয়েছে।বিএনসিসি সুন্দরবন রেজিমেন্টের আয়োজনে মঙ্গলবার সকালে সরকারি কেসি কলেজ চত্বরে শহরের বিভিন্ন এলাকার ৬০ জন অসহায় দুস্থ শীতার্তদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়। পরে করোনা ও ডেঙ্গু প্রতিরোধে সেখান থেকে র্যালী বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। র্যালীতে অংশ নেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বি এম রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, খুলনা সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার মেজর মোঃ জসীম উদ্দীন, ২৩ বিএনসিসি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট এম আব্দুর রহিম, এ্যাডজুটেন্ট স্কোয়াড্রন লীডার জহির আহমাদসহ অন্যান্যরা।
Leave a Reply