আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় নামাজরত অবস্থায় মাকে কুপিয়ে হত্যা: ছেলের ফাঁসি

অনলাইন ডেস্ক : দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় মাকে হত্যা করার অপরাধে ছেলে মন্তাজুল আলম (৩৬) নামে এক যুবকের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন কুড়িগ্রাম বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার দুপুরে এই ফাঁসির আদেশ দেন কুড়িগ্রামের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান। জানা যায়, মন্তাজুল আলম বেকার ও মাদকাসক্ত থাকায় তার প্রথম স্ত্রী চলে যায়। গত বছরের মার্চ মাসে মন্তাজুল আলম দ্বিতীয় বিয়ে করার জন্য তার মা মেহেরজান ওরফে মিনুকে জানায়। ছেলের দ্বিতীয় বিয়েতে সম্মতি না দেওয়ায় ঘরের মধ্যে নামাজরত অবস্থায় মন্তাজুল আলম তার মাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় আসামি মন্তাজুল আলমের পিতা সোলায়মান আলী বাদী হয়ে রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন এবং আসামি পক্ষের লিগ্যাল এইড নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট এরশাদুল হক চৌধুরী শাহিন মামলা পরিচালনা করেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :