আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাস-ট্রাক সংঘর্ষে বগুড়ায় নিহত ২, আহত ১৫

বগুড়া প্রতিনিধি।।
ঢাকা-বগুড়া মহাসড়কের সীমাবাড়ি ইউনিয়নের ঘোগা বটতলা এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন। শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টায় ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত হয়েছেন জামাল (৪০) ও অপরজনের পরিচয় জানা যায়নি। আহতরা হলেন স্বপ্না, সুইটি, রেখা, বকুল, নুরনবী, শাওন, সাদিকা, জায়েদা, রেবেকা, মান্নান, তানিয়া ও কামরুন নাহার। জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী বাস (ঢাকা মেট্রো ব-১১-২২০১) ও ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৪-৭৭৫১) সীমাবাড়ি ইউনিয়নের ঘোগা বটতলা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের দুজন নিহত ও ১৫ জন আহত হন। শেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স রতন হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। নিহতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেরপুর থানার এসআই তন্ময় কুমার বর্মন জানান, বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :