বিএসএফের ছোড়া রাবার বুলেটে বাংলাদেশী যুবক নিহত

Padma Sangbad

অনলাইন ডেস্ক।।
লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া রাবার বুলেটের আঘাতে বাংলাদেশী এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালাঙ্গী সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ (৩০) ওই ইউনিয়নের ঝালঙ্গী গ্রামের জয়নুল আবেদীনের ছেলে।
বিজিবি ও পাটগ্রাম থানা পুলিশ জানায়, আবুল কালাম আজাদসহ ৫-৬ জনের একটি দল সীমান্তের ৮৪৮ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব পিলারের কাছ দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় গরু আনতে যান। এ সময় ভারতের কোচবিহার জেলার ১৪০ বিএসএফ ব্যাটালিয়নের ডোরাডাবরি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়লে আবুল কালাম গলায় ও মাথায় আঘাত পেয়ে আহত হন। উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুরে নেয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে আবুল কালামের মৃত্যু হয়।
রংপুর ৬১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আবুল কালামের লাশ পাটগ্রাম থানায় রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ শনিবার মর্গে পাঠাবে পুলিশ।
সূত্র : ইউএনবি

Tag :

Please Share This Post in Your Social Media

Update Time : ১১:২০:১৫ অপরাহ্ণ, শুক্রবার, ১৫ জানুয়ারি ২০২১

বিএসএফের ছোড়া রাবার বুলেটে বাংলাদেশী যুবক নিহত

Update Time : ১১:২০:১৫ অপরাহ্ণ, শুক্রবার, ১৫ জানুয়ারি ২০২১

অনলাইন ডেস্ক।।
লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া রাবার বুলেটের আঘাতে বাংলাদেশী এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালাঙ্গী সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ (৩০) ওই ইউনিয়নের ঝালঙ্গী গ্রামের জয়নুল আবেদীনের ছেলে।
বিজিবি ও পাটগ্রাম থানা পুলিশ জানায়, আবুল কালাম আজাদসহ ৫-৬ জনের একটি দল সীমান্তের ৮৪৮ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব পিলারের কাছ দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় গরু আনতে যান। এ সময় ভারতের কোচবিহার জেলার ১৪০ বিএসএফ ব্যাটালিয়নের ডোরাডাবরি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়লে আবুল কালাম গলায় ও মাথায় আঘাত পেয়ে আহত হন। উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুরে নেয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে আবুল কালামের মৃত্যু হয়।
রংপুর ৬১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আবুল কালামের লাশ পাটগ্রাম থানায় রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ শনিবার মর্গে পাঠাবে পুলিশ।
সূত্র : ইউএনবি