অনলাইন ডেস্ক।।
জয়পুরহাটের সীমান্তে ৭৫ কেজি ইলিশ মাছ ধরা পড়েছে। মাছগুলো ‘ফেন্সিডিলের বিনিময়ে ভারতে পাচার’ হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি কয়া ক্যাম্প কমান্ডার সুবেদার আলমগীর হোসেন জানান, আজ শুক্রবার পাঁচবিবি উপজেলার কয়া ভুঁইডোবা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়।
এ বিষয়ে সুবেদার আলমগীর দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘কয়া ক্যাম্প এলাকার ভূঁইডোবা সীমান্ত পথে বাংলাদেশে মাদকদ্রব্যগুলো নিয়ে আসা হচ্ছিল এবং ভারতে ইলিশ মাছগুলো পাচার করা হচ্ছিল।’
Leave a Reply