অনলাইন ডেস্ক।।
পঞ্চম ধাপে ৩১টি পৌরসভায় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে ৩১টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৩১টি পৌরসভার সবক’টিতেই ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে নির্বাচন কমিশন সচিবালয়ে এ তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর।
পঞ্চমধাপের পৌরসভা নির্বাচনে মনোনয়ন দাখিলের তারিখ ২রা ফেব্রুয়ারি, বাছাই ৪ঠা ফেব্রুয়ারি এবং মনোনয়ন প্রত্যাহার ১১ ফ্রেব্রুয়ারি। এ সময় পূর্বের পৌরসভা নির্বাচন নিয়ে মোহাম্মদ আলমগীর জানান, দু’একটি বিচ্ছিন্ন ঘটনাকে নির্বাচন পরিস্থিতির অবনতি বলা যাবে না। নির্বাচনের সার্বিক পরিস্থিতি ভাল বলেও মনে করেন সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর।
সচিব আরও জানান, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে না। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
এর আগে, দেশের ৫৬টি পৌরসভায় চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। গত ৩ জানুয়ারি নির্বাচন কমিশন সচিব জানান আগামী ১৪ ফেব্রুয়ারি ৫৬টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, ১৭ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল শুরু হবে। ১৯ জানুয়ারি বাছাই, আর প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারি। এছাড়া ৩০ জানুয়ারি ৬৪টি পৌরসভায় তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে, গেল ২৮ ডিসেম্বর ২৫টি পৌরসভায় প্রথম ধাপের ভোটগ্রহণ হয়। এরপর গত ১৬ জানুয়ারি ৬১টি পৌরসভায় দ্বিতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হয়।।
Leave a Reply