July 21, 2024, 7:05 am

নারীর পিঠে হাতির ম্যাসাজ, ভিডিও ভাইরাল!

অনলাইন ডেস্ক।
ক্লান্ত শরীর চনমনে হয়ে ওঠে একটু ম্যাসাজ পেলেই। আরাম পেতে সবার কাছেই ভালো লাগে। তবে সেই ম্যাসাজ যদি হয় হাতির শুঁড় ও পায়ের তাহলে কেমন হবে? শুনতে অবার লাগলেও কিন্তু এটাই সত্যি। এক নারীর পিঠে হাতির ম্যাসাজের ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল।
সেই ভিডিওটিতে দেখা গেছে, ওই নারী একটি নীচু খাটে উপুর হয়ে শুয়ে রয়েছেন। আর তার পিঠের উপর শুঁড় আর পা দিয়ে সুন্দর করে ম্যাসাজ করে দিচ্ছে একটা হাতি। হাতির ম্যাসাজ বেশ উপভোগও করছেন ওই নারী। তবে ভিডিওটি নতুন নয়, দুই বছরের পুরনো।
সম্প্রতি নতুন করে তা ছড়িয়ে পড়েছে। গত ১৬ জানুয়ারি আমির নামে এক ট্যুইটার ইউজার নতুন করে ভিডিওটি শেয়ার করেন। এরপর থেকেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গেছে ভিডিওটি।
হাতির শুঁড় দিয়ে ম্যাসাজ করার এই চল থাইল্যান্ডে বেশ পুরানো প্রথা।
থাইল্যান্ডে পর্যটকদের ম্যাসাজ করার জন্য প্রশিক্ষিত হাতি ব্যবহার করা হয়। সেখানে এটি একটি মজাদার বিষয়। তবে হাতি পা পিঠে উঠলে অনেকেরই হৃদস্পন্দন বেড়ে যায়। কিন্তু খুব ছোট থেকেই এই হাতিগুলিকে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। বহু পর্যটক হাতির ম্যাসাজ নিতে পছন্দ করেন।
এটি একদমই ক্ষতিকারক নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :