আজ ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাজিপুরে জোরপুর্বক বাড়িঘর দখলের অভিযোগ

মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্দাইল ইউনিয়নের উল্লাপাড়া গ্রামের জোরপুর্বক বসতবাড়িতে হামলা চালিয়ে দখলের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ২১জানুয়ারী ভোর ৬টায় উল্লাপাড়া গ্রামে।
সরেজমিনে গিয়ে ভুক্ত ও স্থানীয় সুত্রে জানা গেছে গত ১৯৮৯ সালে উল্লাপাড়া গ্রামের মরহুম মেহের বক্স সরকারের পুত্র মরহুম আঃ বারি আপন সহধর ভাই শাহজাহান আলীর নিকট থেকে কবলামুলে কালিকাপুর মৌজার এসএ২৮৫ খতিয়ানে হাল ১০৩৭দাগে ৯ শতাংশের কাতে সারে চার শতক জমি কয় করে সেই থেকে বাড়ি ঘর তুলে যথারীতি বসবাস করে আসছিলেন।
গত ২০১৭ সালে আঃ বারির মৃত্যুর পর প্রতিপক্ষ শাহজাহান আলী ও তার সন্তান গন জমিটি একাধিক বার দখলে নেওয়ার চেষ্টা করে।
বিষয়টি নিয়ে স্থানীয় লোক জন একাধিক বার দরবার সালিশ করে কোন সুরাহা না হওয়ায় বিষয়টি আদালত পর্যন্ত গড়াই।
পরবর্তীতে উভয় পক্ষে সুনানী অনতে আদালত আঃ বারির পক্ষে রায় প্রধান করেন।
বৃহস্পতিবার প্রতিপক্ষ শাহজাহান আলী ও তার সন্তান গন আদালতের রায় উপেক্ষা করে মরহুম আঃ বারির ছেলেদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করে দখলে নেওয়ার চেষ্টা করে।
এবং জোরপুর্বক একটি ঘর উঠিয়েছে বাধা দিতে গেলে শাহজাহান আলী ও তার সন্তান গন একজোট হয়ে মরহুম
আঃ বারির ছেলেদের মারপিট করে আহত করে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত কাজিপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :