আজ ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বগুড়ার কাহালু পৌরসভা বিএনপি প্রার্থীর জয়

অনলাইন ডেস্ক।।
বগুড়ার কাহালু পৌরসভা নির্বাচনে পাঁচ হাজার ৩২১ ভোট পেয়ে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আব্দুল মান্নান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. হেলাল উদ্দিন কবিরাজ পেয়েছেন চার হাজার ২৯০ ভোট।
উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (৩০ জানুয়ারি) তৃতীয় ধাপে অনুষ্ঠিত হওয়া কাহালু পৌরসভা নির্বাচন উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
নির্বাচন চলাকালীন পৌরসভার নয়টি ওয়ার্ডের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী খুবই তৎপর ছিল।
এদিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাহালু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হাসান আলী (৩৫) নামে এক ভোটার তার ব্যালট পেপার বাইরে আনার সময় তাকে আটক করে পুলিশ।
অপরদিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাহালু মাহমুদা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীর সমর্থক জামাল মোল্লা (৩৬) ভোটগ্রহণের শেষ মুহূর্তে বাইরে ছাপানো ব্যালট পেপারসহ আটক হন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :