আজ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে নতুন চমক; ১৮ সদস্যের দল ঘোষণা বিসিবির

অনলাইন ডেস্ক।।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শংকা কাটিয়ে দলে আছেন অধিনায়ক মুমিনুল হক। ওয়ানডের পর টেস্ট স্কোয়াডেও জায়গা পেয়েছেন পেসার হাসান মাহমুদ।
এক বছর পর সাকিবও ফিরেছেন টেস্ট দলে। হাতের ইনজুরি নিয়ে শঙ্কা থাকলেও সাকিব জায়গা পেয়েছেন লাল বলের ক্রিকেটে। এছাড়া, অভিষেকের অপেক্ষায় থাকা ইয়াসির আলি রাব্বিকেও রাখা হয়েছে দলে। ফিরেছেন পেসার তাসকিন আহমেদও। অধিনায়ক মুমিনুল হককে নিয়েই ছিল সবচেয়ে বেশি শঙ্কা। তবে শেষ কয়েকদিনের অনুশীলনে নির্বাচকদের আশঙ্কা দূর করেছেন টেস্ট অধিনায়ক। মুমিনুলের হাতেই থাকছে দলের আর্মব্যান্ড। পেসার হাসান মাহমুদ ও ইয়াসির রাব্বি এর আগে জাতীয় দলে ডাক পেলেও খেলার সুযোগ হয়নি। দলে ফেরেছেন ব্যাটসম্যান সাদমাম ইসলামও।
সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকলেও দলে জায়গা পাননি উইকেট কিপার নুরুল হাসান সোহান ও পেসার খালেদ আহমেদ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :