আজ ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপি মানসিকভাবে অন্ধ- আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হানিফ

রোকনুজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি॥
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন দলীয় মনোনীত প্রার্থীর বাইরে গিয়ে বা বিদ্রোহী হয়ে যেসব আওয়ামী লীগ নেতা নির্বাচনে অংশ নেবে তারা আর কখনো দলীয় মনোনয়ন পাবে না, পদ পদবী ও পাবেনা এর জন্য তালিকা করা হচ্ছে। রবিবার ( ৩১ শে জানুয়ারী) বেলা১১ টায় কুষ্টিয়া সরকারি কলেজ অডিটরিয়ামে করোনা পরিস্থিতি মোকাবেলায় টিকা দান সম্পর্কিত জনসচেনতা সৃষ্টি ও কলেজের উন্নয়ন বিষয়ক মতবিনিময় অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের এসব কথা বলেন। হানিফ বলেন প্রত্যেকটা নির্বাচনের ফলাফল প্রমাণকরে যে মানুষ শেখ হাসিনার উন্নয়ন প্রগতির পক্ষে। এই মুহূর্তে শেখ হাসিনা দেশের মানুষের উন্নয়নের একমাত্র আশা ভরসার স্থল। বিএনপি এ সরকারের নালিশ করা ছাড়া কিছুই বলেনা । বাংলাদেশ এখন বিশ্বের অগ্রসহমান উন্নয়নশীল দেশের মধ্যে তৃতীয় স্থানে। বিএনপি এসব বলেনা বা চোখেও দেখেনা । এরা মানসিকভাবে অন্ধ। করোনার ভ্যাকসিন নিয়ে হানিফ বলেন কোভিট ভ্যাকসিন এর বিরুদ্ধে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাবার্তা বলে অত্যান্ত অরুচি ও নিম্নমনের। ভ্যাকসিন এসে গেছে এখন কে আগে নেবে পড়ে নেবে তা নিয়ে কথা হচ্ছে। নিজে না নিয়ে অমক নেবে তমক নেবে এসব কথা বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত নিচু রাজনৈতিক মনের পরিচয় দিয়েছে। কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজি মনজুর’র কাদের সভাপতিত্বের এ মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন মাহবুবুল আলম হানিফ । এসময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :