চুয়াডাঙ্গা প্রতিনিধি।।চুয়াডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম মালিকের দায়িত্ব গ্রহন উপলক্ষে আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় পৌরসভা চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি এবিএম জহুরুল ইসলাম জোয়ার্দার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা ১ আসনের এমপি সোলায়মান হক জোয়ার্দার ছেলুন। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটনসহ অন্যরা।
এদিকে এর আগে বেলা ১১টায় নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম মালিক ও কাউন্সিলরবৃন্দ পৌরসভায় এসে পৌছালে তাকে ফুলেল শুভেচছায় সিক্ত করেন পৌরসভার কর্মচারীরা। পরে পৌরসভার সচিব কাজী শরিফুলের কাছ থেকে নতুন মেয়র দায়িত্ব গ্রহন করেন।।
Leave a Reply