নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালী জেলার বেগমগঞ্জে ভোক্তা অধিকারের বাজার অভিযানে দুই প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। ৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাউসার মিয়া জেলার বেগমগঞ্জ উপজেলার কাজীর হাট বাজারে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পন্য উৎপাদন এবং ক্ষতিকর কাপড়ের রং ব্যবহার করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ঢাকা বেকারিকে ১৫ হাজার টাকা এবং নকল পণ্য বিক্রি করার দায়ে সৌদিয়া স্টোর কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে জেলা স্যানিটারী ইন্সপেক্টর শওকত হোসেন উপস্থিত ছিলেন।
Leave a Reply