আজ ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

জনগণের ভীতি দূর করতে নিজেই ভ্যাকসিন গ্রহণ করেছি- এমপি একরাম

মো:তাওহীদুল হক চৌধুরী,নোয়াখালী, প্রতিনিধি।
‍জনগণের মাঝে ভীতি ও সংশয় দূর করতে নিজে করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন বলে সাংবাদিকদের উদ্দেশ্য হাস্যেজ্বল মন্তব্য করেছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের এমপি জননেতা একরামুল করিম চৌধুরী। ৭ ফেব্রুয়ারী, রবিবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থাপিত করোনা ভ্যাকসিন প্রদান বুথে সহধর্মিনীসহ উপস্থিত হয়ে এমপি একরাম জেলার প্রথম ব্যক্তি হিসেবে করোনা প্রতিষেধক গ্রহণ করে ভ্যাকসিন প্রদান কর্মসূচীর উদ্ধোধন করেন। পরে তিনি সাংবাদিকদের উদ্দেশ্য জানান, করোনা ভ্যাকসিন নিয়ে মানুষের মাঝে ভীতি ও সংশয় দূর করতে আমি নিজে করোনা প্রতিষেধক গ্রহণ করেছি। এটি অন্যান্য প্রতিষেধক গ্রহণের মতোই। আশাকরছি আমার নিজে প্রতিষেধক গ্রহণের মধ্যে দিয়ে নোয়াখালী জেলার মানুষের ভীতি ও সংশয় দূর হবে।
প্রতিষেধক প্রদান অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক মো: খোরশেদ আলম খাঁন, পুলিশ সুপার আলমগীর হোসেন, সিভিল সার্জন ডা. মো: মাসুম ইফতেখার, নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোমিনুর রহমান, স্বাধিনতা চিকিৎক পরিষদ (স্বাচিপ) এর সভাপতি ডা. ফজলে এলাহী খাঁনসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :