শিরোনাম :
নোয়াখালীতে ৮ কেজি গাঁজাসহ যুবক আটক
Padma Sangbad

মো: তাওহীদুল হক চৌধুরী,নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীর সদর উপজেলায় ৮কেজি গাঁজাসহ মো: মিরাজ হোসেন (২৫) নামের এক যুবককে আটক করেছে সুধারাম থানা পুলিশ। সুধারাম থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৭ ফেব্রুয়ারী সোমবার রাতে পুলিশ উপজেলার মধুসুদনপুর এলাকায় মিরাজ উদ্দিনের ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ তাকে আটক করে। আটককৃত মিরাজ হোসেন সোনাইমুড়ী উপজেলার বজরা বাজার এলাকার ওসমান আলী বাড়ীর মৃত আব্দুল হকের ছেলে।
সুধারাম মডেল থানার ওসি (তদন্ত) ফজলুল কাদের পাটোয়ারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মিরাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।