চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীর নির্বাচনী অফিসে ভাঙচুর করা হয়েছে । রোববার রাত ৮টার দিকে উপজেলার বাসষ্ট্যান্ড এলাকার প্রধান নির্বাচনী অফিসে এ হামলার ঘটনা ঘটে। এসময় অফিসের চেয়ার টেবিল ভাংচুর ও ব্যানার পোস্টার আগুন ধরিয়ে দেয় একদল দুর্বৃত্ত।
বিএনপির প্রার্থী শাহজাহান কবীর বলেন, ‘নির্বাচনী প্রচারণা শেষে সন্ধ্যায় অফিসে এসে বসেছিলাম। এসময় মোটরসাইকেলযোগে ৫০-৬০ জন দুর্বৃত্ত আমাদের নির্বাচনী অফিসে ঢুকে অতর্কিত হামলা চালায়। হামলায় ভেঙে গুড়িয়ে দেয়া হয় অফিসের টেবিল চেয়ারসহ সব ধরনের আসবাবপত্র। আগুনে জ্বালিয়ে দেয়া হয় ব্যানার ও পোস্টার।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থর পরিদর্শন করা হয়েছে।।
Leave a Reply