মো: তাওহীদুল হক চৌধুরী,নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় ব্যবসায়ীর উপর হামলা করে লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরী করেছে।
সূত্রে জানা গেছে, উপজেলার খিলপাড়া বাজারের পোশাক ব্যবসায়ী মায়াবী ফ্যাশানের সত্ত্বাধিকারী আবদুল আজিজ রাতুল (৩১) রবিবার সকালে নিজ ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসলে এর কিছুক্ষণ পরে কয়েকজন যুবক তার প্রতিষ্ঠানে ঢুকে অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ক্যাশে থাকা প্রায় ১ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় রাতুল তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা রাতুলকে মারপিট করে আহত করে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানন, ছিনতাইয়ের লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply