মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি।।
ঝিনাইদহের কোটচাঁদপুরে কোভিড-১৯ টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে কোটচাঁদপুরে প্রথম সারির কর্মকর্তাদের টিকা দেওয়ার মধ্য দিয়ে কোভিড-১৯ এই টিকাদানের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রীর দেশব্যাপী কোভিড-১৯ টিকাদান কর্মসূচির ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এর আনুষ্ঠিকতা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, উপজেলা নির্বাহী অফিসার আছাদুজ্জামান রিপন, নব-নির্বাচিত মেয়র সহিদুজ্জামান সেলিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ, থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম সহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা। ভ্যাকসিন প্রয়োগের প্রথম দিনে ৪৩ জনের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয় বলে জানান কর্মকর্তা।।
Leave a Reply