নিজস্ব প্রতিবেদক।
দর্শনা পৌরসভা ৪ নং ওয়ার্ডের শান্তিপাড়ার সাজু ট্রাকের ধাক্কায় নিহত।
প্রত্যদর্শী সুত্রে জানাগেছে সাজু (১৮)পেশাগত একজন লেবার, প্রতিদিনের ন্যায় দর্শনা রেল ইয়ার্ডে কাজে আসেন,একটি ট্রাক ট্রেনের মাল বগি থেকে মাল নেয়ার উদ্দেশ্যে আগ-পেছন করতে থাকে হঠাৎ পেছনে ভুলবশত ধাক্কা মারে পেছনে থাকা সাজুর বুকে লেগে সাথে সাথে মুখ-নাক দিয়ে রক্ত ক্ষরন হলে ঘটনা স্থলেই মারা যায়।এদিয়ে দর্শনা থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থানে পৌঁছে লাশ উদ্ধার করে।
Leave a Reply