অনলাইন ডেস্ক।।
সাবেক স্বামী পারভেজ সানজারির গায়ে এসিড হামলার অভিযোগে দায়ের করা মামলায় কণ্ঠশিল্পী মিলা ইসলাম ও তার সহযোগী কিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। জামিনে থাকা অবস্থায় ধার্য তারিখে আদালতে হাজির না হওয়ায় মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এসিড দমন ট্রাইবুনালের বিচারক।
মামলা সুত্রে জানা যায়, ২০১৯ সালের ৬ জুন পারভেজ সানজারির গায়ে এসিড হামলার অভিযোগে মিলা ও তার সহকারী জন পিটার হাওলাদার কিমের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা করেন সানজারির বাবা এসএম নাসির উদ্দিন। মামলার এজাহারে বলা হয়, গত ২ জুন রাতে উত্তরার তিন নম্বর সেক্টর এলাকার ৭/বি সড়কে সানজারির গায়ে এসিড নিক্ষেপ করা হয়। দির্ঘ তদন্ত শেষে গত বছর ৩০ ডিসেম্বর মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় সি আইডি। এরপর দুই ধার্য তারিখ তারা আদালতে হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
Leave a Reply