চুয়াডাঙ্গার জীবননগর ও আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে ভোটের নির্বাচনী সামগ্রী বিতরণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি (১৩-০২-২১)
চুয়াডাঙ্গার জীবননগর ও আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে ভোটের নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে । আজ শনিবার দুপুরে প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে এসব নির্বাচনী সামগ্রী তুলে দেয়া হয়। আগামীকাল রোববার জীবননগর ও আলমডাঙ্গা পৌরসভার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
জীবননগর পৌরসভার ১০ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৮২৭ জন । নির্বাচনে মেয়র পদে ৩জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। জীবননগরে ব্যালট পপোরের মাধ্যমে ভোট গ্রহন করা হবে।
আলমডাঙ্গা পৌরসভার ১৫ টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ২৬ হাজার ১৩৯ জন। নির্বাচনে মেয়র পদে ৩ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। আলমডাঙ্গায় ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।