চুয়াডাঙ্গা ১১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণ নাটক প্রতিবাদে সংবাদ সম্মেলন

Padma Sangbad

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষদের ফাঁসাতে অপহরণ নাটক করে নিরীহ গ্রামবাসীর উপর মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অপহরণটি সত্য নাকি সাজানো তার সুষ্ঠু তদন্ত দাবি করে সংবাদ সম্মেলন করেছে অসহায় ভুক্তভোগির পরিবারগুলো। রোববার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন, নাসির উদ্দিন মিয়া পলাশ। তিনি অভিযোগ করে বলেন, শৈলকুপার কাঁচেরকোল এলাকার মনিরুজ্জামান মনির নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজি করে আসছে। বিপক্ষে সংবাদ প্রচারের ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা দাবি করে। মনির কাঁচেরকোল গ্রামের কয়েকজন নিরীহ গ্রামবাসিদের ফাঁসাতে গত ৩ ফেব্রুয়ারী ধাওড়া গ্রামের পাশে নাটকীয় ভাবে পড়ে থাকেন। তাকে অপহরণ করা হয়েছে বলে নাটক জানান। এ ঘটনাকে পুঁজি করে কাঁচেরকোল গ্রামের অসহায় দিনমজুর, কাঠমিস্ত্রী, মাইক্রো ড্রাইভার, জনপ্রতিনিধিসহ কয়েকজনের নামে অপহরণ মামলা করে। মামলার পর থেকে দিনমজুর পরিবারগুলো চরম মানবেতর জীবনযাপন করছেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মুলত ঘটনার আগের দিন রাতে মনির নিজে শৈলকুপার ধাওড়া গ্রামে যায়। ধাওড়া গ্রামে কর্মরত কিছু নির্মান শ্রমিক যাদের বাড়ী কাঁচেরকোল ইউনিয়নের বিভিন্ন গ্রামে তাদের কাছে রাত্রিযাপন করে। ভোরে ঘুম থেকে উঠে রাস্তার পাশে পড়ে থাকার ভান করে। পুলিশের সুষ্ঠু তদন্ত দাবি করে মিথ্যা মামলা তুলে নেওয়ার দাবী জানানো হয়। সংবাদ সম্মেলনের কাঁচেরকোল ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড. সালাহউদ্দিন জোয়ার্দ্দার মামুনসহ গ্রামের শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।

আপডেট : ০৯:৩০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১

প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণ নাটক প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট : ০৯:৩০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষদের ফাঁসাতে অপহরণ নাটক করে নিরীহ গ্রামবাসীর উপর মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অপহরণটি সত্য নাকি সাজানো তার সুষ্ঠু তদন্ত দাবি করে সংবাদ সম্মেলন করেছে অসহায় ভুক্তভোগির পরিবারগুলো। রোববার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন, নাসির উদ্দিন মিয়া পলাশ। তিনি অভিযোগ করে বলেন, শৈলকুপার কাঁচেরকোল এলাকার মনিরুজ্জামান মনির নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজি করে আসছে। বিপক্ষে সংবাদ প্রচারের ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা দাবি করে। মনির কাঁচেরকোল গ্রামের কয়েকজন নিরীহ গ্রামবাসিদের ফাঁসাতে গত ৩ ফেব্রুয়ারী ধাওড়া গ্রামের পাশে নাটকীয় ভাবে পড়ে থাকেন। তাকে অপহরণ করা হয়েছে বলে নাটক জানান। এ ঘটনাকে পুঁজি করে কাঁচেরকোল গ্রামের অসহায় দিনমজুর, কাঠমিস্ত্রী, মাইক্রো ড্রাইভার, জনপ্রতিনিধিসহ কয়েকজনের নামে অপহরণ মামলা করে। মামলার পর থেকে দিনমজুর পরিবারগুলো চরম মানবেতর জীবনযাপন করছেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মুলত ঘটনার আগের দিন রাতে মনির নিজে শৈলকুপার ধাওড়া গ্রামে যায়। ধাওড়া গ্রামে কর্মরত কিছু নির্মান শ্রমিক যাদের বাড়ী কাঁচেরকোল ইউনিয়নের বিভিন্ন গ্রামে তাদের কাছে রাত্রিযাপন করে। ভোরে ঘুম থেকে উঠে রাস্তার পাশে পড়ে থাকার ভান করে। পুলিশের সুষ্ঠু তদন্ত দাবি করে মিথ্যা মামলা তুলে নেওয়ার দাবী জানানো হয়। সংবাদ সম্মেলনের কাঁচেরকোল ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড. সালাহউদ্দিন জোয়ার্দ্দার মামুনসহ গ্রামের শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।