আজ ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কোটচাঁদপুরে মোটরসাইকেল থেকে পড়ে এক গৃহবধূর মৃত্যু

মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি।
ঝিনাইদহের কোটচাঁদপুরে মোটরসাইকেল থেকে পড়ে সুফিয়া খাতুন (২৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। শনিবার সন্ধায় উপজেলার কুশনা বান্দাল বাজার এলাকা এ দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেল চালক মতিয়ার রহমান জানান, নিহত সুফিয়ার শিশু ছেলে ঝিনাইদহ শহরের পাগলাকানাই দারুস সালাম মাদ্রাসার শিক্ষার্থী। শনিবার ছেলের অসুস্থতার খবর পেয়ে মামাতো ভাই মোটরসাইকেল চালক মতিয়ারের সঙ্গে ঝিনাইদহে যায়। ছেলেকে ডাক্তার দেখিয়ে সন্ধ্যায় তারা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কুশনা বান্দাল বাজার এলাকা পৌঁছালে অসাবধাণতা বসত মোটরসাইকেল থেকে পড়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সুফিয়া মহেশপুর উপজেলার হুশরখালী গ্রামের প্রবাসী তাইজুল ইসলাম তাজুলের স্ত্রী।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :