আজ ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চুয়াডাঙ্গায় ‘ঢাকাপোস্ট’র আনুষ্ঠানিক উদ্বোধন

আফজালুল হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি (১৬.০২.২১):সারাদেশের সাথে চুয়াডাঙ্গাতেও অনলাইন নিউজ পোর্টার ‘ঢাকাপোস্ট’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ ফেব্রæয়ারী) বিকাল ৫টায় র‌্যালি, আলোচনা সভা ও কেক কেটে যাত্রা শুরু হয় নিউজ পোর্টালটির। শুরুতে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে প্রেসক্লাবের সভাকক্ষে আলোচনা সভায় আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকাপোস্ট’র চুয়াডাঙ্গা প্রতিনিধি আফজালুল হক। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল চিকিৎসক (আরএমও) ডা. সাজিদ হাসান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি
সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি শাহ আলম সনি ও স্থানীয় দৈনিক আকাশ খবর পত্রিকার সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইসলাম রকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন একাত্তর টিভিপ্রতিনিধি এম এ মামুন, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টয়েন্টিফোর প্রতিনিধি জামান আখতার ও স্থানীয় সময়ের সমীকরণ পত্রিকার বার্তা সম্পাদক হুসাইন মালিক। অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক বলেন, বর্তমান যুগ মিডিয়ার যুগ। এ সময়ে অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে মানুষ তাৎক্ষণিক সংবাদ জানতে পারছেন। সে ধারাবাহিকতায় ‘ঢাকাপোস্ট’ নিজেদের স্বকীয়তার মাধ্যমে পাঠকপ্রিয়তা অর্জন করবে বলে আমি বিশ^াস করি। অনুষ্ঠানের বিশেষ অতিথি চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার ও দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আল আমিন বলেন, বর্তমান আকাশ সংস্কৃতির সময়ে সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ হয়েছে দ্রæততম সময়ে সঠিক সংবাদ মানুষের কাছে পৌঁছে দেয়া। ‘ঢাকাপোস্ট’ সে চ্যালেঞ্জে সফল হলেই মিডিয়া জগতে গুরুত্বপূর্ণ স্থান করে নিতে পারবে। বিশেষ অতিথি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি বলেন, ‘ঢাকাপোস্ট’ তাদের চুয়াডাঙ্গা প্রতিনিধি হিসেবে যাকে নির্বাচিত করেছে সে সাংবাদিকতায় নবীন হলেও বেশ সক্রিয়। এ কারণে চুয়াডাঙ্গাবাসীর প্রত্যাশা সে ‘ঢাকাপোস্টে’ চুয়াডাঙ্গার মুখপাত্র হিসেবে জেলার সমস্যা ও সম্ভাবনার কথা দেশবাসীর কাছেন পৌঁছে দেবে। সবশেষে আগত অতিথিরা কেক কেটে ‘ঢাকাপোস্ট’র আনুষ্ঠানিক যাত্রার সূচনা করেন। এর পর কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্ভোদন করা হয়। এ সময় সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহফুজ মামুন, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি জিসান আহমেদ, দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি খাইরুল ইসলাম, বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি পলাশ উদ্দীন আহমেদ সহ জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট -ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :