মোঃ আব্দুর রহমান অনিক :
চুয়াডাঙ্গায় একুশের প্রথম প্রহরে চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বরে অবস্থিত শহীদ মিনারে ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। রাত ১২টা ১মিনিটে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম সরকার । পরে পর্যায়ক্রমে পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন,চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা ইউনিট পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
এছাড়া চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পরে, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি’ গানের সুরের সাথে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে ।
রবিবার সকালে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন শহীদ মিনারে রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন ।।
Leave a Reply