মো: তাওহীদুল হক চৌধুরী।।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পীরকোট ইউনিয়নের পীরকোট গ্রামে পুকুরের পানিতে পড়ে সাজেদা আক্তার (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার পীরকোট গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাজেদা আক্তার ঐ গ্রামের মাইজের বাড়ির ফজলে এলাহীর মেয়ে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সাজেদা আক্তার দুপর ১২ টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুজির পর স্থানীয়রা পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।
Leave a Reply