ঝিনাইদহপ্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে রাজনৈতিক প্রতিহিংসায় গুলিবিদ্ধ সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন ঝিনাইদহের সকল সাংবাদিকবৃন্দ।আজ সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় সাংবাদিকরা।এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য রাখেন।বক্তারা সাংবাদিক হত্যার তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীরা যতই প্রভাবশালী হোক না কেন তাদের খুব দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।বক্তারা বলেন আমরা কোন রাজনৈতিক প্রতিহিংসা চাইনা, বুরহান উদ্দিন মুজাক্কির এর মতো আর কোন সহকর্মী ভাইকে হারাতে চাইনা। আজ এক ভাইয়ের হত্যার প্রতিবাদে সমাবেশ করছি, বিচারের দাবী নিয়ে আমরা রাস্তায় দাড়িয়েছি।
Leave a Reply