দর্শনা আজিমপুরের ফরিদ হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত

আহসান আলম,চুয়াডাঙ্গা।।
চুয়াডাঙ্গার সদর থানার বেগমপুর এলাকায় কোম্পানির মালামাল ডেলিভারি দিতে যেয়ে
ইঞ্জিনচালিত থ্রি-হুইলার উল্টে বিস্কুট কোম্পানির এক বিক্রয়কর্মী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে কোম্পানির মালামাল ডেলিভারি দিতে যায় দর্শনা পৌর শহরের আজমপুর ৩ নং ওয়ার্ডের মৃত আব্দুর রশিদ সেজো ছেলে ফরিদ হোসেন (৫০) ও একই এলাকার মৃত নুর ইসলামের ছেলে আলমসাধু চালক শরিফুল ইসলাম (২৪)।
দ্রুত গতিতে বেগমপুর পুলিশ ক্যাম্পের সামনে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধু উল্টে যায় । পরে স্থানীয় লোকজন
দ্রুত তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ে যায় । সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস ফরিদ হোসেন কে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন দুই জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক ফরিদ হোসেনকে মৃত বলে ঘোষণা করেন এবং আহত আলমসাধু চালাক শরিফুল ইসলাম কে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।