শিরোনাম :
দেয়াল ধ্বসে চুয়াডাঙ্গায় এক শিশুর মৃত্যু
Padma Sangbad

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
চুয়াডাঙ্গায় রান্না ঘরের দেয়াল ধ্বসে শিলন আলী (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার খেজুরতলা চাঁদপুর গ্রামের মসজিদপাড়ায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত শিলন আলী একই গ্রামের কুয়েত প্রবাসী ফারুক হোসেনের ছেলে।
নিহত শিশু শিলনের মা শিলা খাতুন জানান, দুপুর ১২টার দিকে বাড়ির রান্নার ঘরের পাশে খেলছিল শিলন। এসময় রান্না ঘরের মাটির দেয়াল ভেঙে তার নিচে চাপা পড়ে সে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, হাসপাতালে নেয়ার আগেই মারা গেছে শিশুটি।।
Tag :