ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার চাঁদবা কাঠালিয়া গ্রামের মনোয়ারা (৩২) গৃহবধূ স্বামীর হাতে নিহত হয়েছে বলে পারিবারিক সুত্রে জানাগেছে।নিহতের স্বামীর নাম শুকুর আলী (৪০)। আজ বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। জানা যায় বৃহস্পতিবার রাতে (গতকাল) পারিবারিক কলহের কারণে তাকে মারধোর করা হয় এবং মাথা দেওয়ালের সাথে স্বজোরে বাড়ি দেয় এতে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে চিকিৎসাধীন অবস্থায় মনোয়ারা মারা যায় ।নিহতের স্বামী পূর্বেও তার স্ত্রীকে বিভিন্নভাবে মারধোর করতো বলে জানা গেছে। নিহতের লাশ বাড়ি নেওয়ার জন্য এম্বুলেন্সে তুলে দেওয়ার পর তার স্বামী পলাতক রয়েছে এ ঘটনার পর থেকে তার স্বামী শুকুর আলী পলাতক রয়েছে। নিহত মনোয়ারার দুই মেয়ে ও একটি ছেলে রয়েছে। এদিকে পরিবারের সদস্যরা বলছে, স্বামী-স্ত্রীর গোলযোগের সময় তার ছেলে ঠেকাতে যায়। এসময় ছেলে ধাক্কায় মা দেওয়ালে আঘাতপ্রাপ্ত হলে অসুস্থ্য হয়ে পড়ে। কালীগঞ্জ থানার এসআই সুজাত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। তার স্বামী পলাতক রয়েছে। তবে এখোনি বলা যাচ্ছে না কীভাবে তার মৃত্যু হয়েছে ময়না তদন্তের রিপোর্ট হাতে পাবার পর আসল প্রমান পাওয়া যাবে।
Leave a Reply