রাশিদা এ আশরার।
এলো বসন্ত প্রকৃতির চোখে লেগেছে শান্তির ঘুম;
এসেছে হাওয়ার পালকি ফাগুন বনে-কবিতারও অঙ্গে আগুন!
কবিতারা এখন অন্য ঘরে- করেছে পর আপন ঘর
কাব্য জ্বরে ভুগছে কবি কাঁদে মন মূয়রীর পেখম;
হৃদয় মরুভূমির শুষ্ক মরু তটে কে ফোটাবে ফুল
আসবে বলে সেই যে গেলে চলে ভেঙেছে দুকূল!
আসো নি বলে কৃষ্ণচূড়া,শিমুল,পলাশ, গোলাপ
ফিরিয়ে নিয়েছে মুখ- সুখ নেই ওদের করেছে রাগ;
গাছের মগডালে করছে পায়তারা আমার সঙ্গে নাকি আড়ি ওদের আর হবে না ভাব;
দোয়েল, কোয়েল, ময়না শ্যামা, ফিঙে,টিয়া শালিক ,
ওরা বসে না ঘরের চালে- কুহু কুহু ডাকেনা কোকিল!
আমিও নিলাম আড়ি প্রকৃতি ও সময়ের খেয়াল
করলাম অভিমান- নিলাম অবসর,
একটাই তো জীবন আমার- মনে দারুন ঝড়;
ভুলে গেছো, ভুলে থাকো- নিলাম ছুটি ঘোষণা দিলাম!
Leave a Reply