আজ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঠাকুরপুরে মাসেআ সংগঠনে ত্রুিকেট টুনামেন্ট- ২০২১

সাংবাদিক মোঃ ইমরান নাজিরঃ
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুরপুর গ্রামে মাসেআ সংগঠনের পক্ষে থেকে এত দ্বারা ত্রুিকেট খেলা প্রিয় ভাইদের অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, মাসেআ সংগঠনের পক্ষে থেকে আগামী ২৬/০২/২০২১ইং রোজ শুত্রুবার ঠাকুরপুর প্রাইমারী স্কুল প্রাঙ্গনে এক শট পিচ (টপ বাউন্ডারী) ত্রুিকেট খেলার আয়োজন করা হয়েছে।
উক্ত খেলায় আপনার দলকে আমন্ত্রণ রইলো।
শর্তাবলীঃ
১। খেলায় আম্পায়ারের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গণ্য হবে।
২। খেলার এন্ট্রি ফি ৭০০/- টাকা খেলা শুরুর আগে কমিটির নিকট জমা দিতে হবে।
৩। প্রত্যেক দলকে তাদের ব্যাট ও বল সঙ্গে আনতে হবে।
৪। খেলাটি লীগ ভিত্তিতে খেলানো হবে।
৫। এক দলের খেলোয়াড় অন্য দলে খেলতে পারবে না।
৬। খেলাটি সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় সময় অনুষ্ঠিত হবে।
পুরস্কারঃ
প্রথম পুরস্কার- ৫০০০/-
দ্বিতীয় পুরস্কার- ৩০০০/-
যোগাযোগঃ
01928-280252 শাহিন
01935 219553 পলাশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :