আজ ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কোম্পানিগঞ্জে মুজাক্কিরের কবর জিয়ারতে বিএমএসএফ নেতৃবৃন্দ

তাওহীদুল হক চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি।
সন্ত্রাসীদের গুলিতে নিহত দৈনিক বাংলাদেশ সমাচার এর কোম্পানীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের কবর জিয়ারত করলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
শনিবার(২৭ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় নোয়াখালীর কোম্পানিগঞ্জের চাপরাশিরহাট এলাকায় মুজাক্কিরের কবর জিয়ারত ও পরিবারের সাথে সমবেদনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কেন্দ্রীয় সাধারন সম্পাদক আহমেদ আবু জাফরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কোম্পানিগঞ্জে যান প্রতিনিধিদলে বিএমএসএফের সহ-সভাপতি মাহবুবুল আলম আম্বিয়া, যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর হমান মাসুদ, সহ-সম্পাদক সোহাগ আরেফিন, চট্রগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক এম এ আকরাম, প্রশিক্ষণ ও গবেষনা বিষয়ক সম্পাদক আবুল হাসান বেলাল, জার্নালিস্ট শেল্টার হোমের আহবায়ক, মো. মিজানুর রশিদ মিজান, ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক, আবু বক্কর তালুকদার, ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক, কবির নেওয়াজ,সহ-সাংগঠনিক সম্পাদক তুহিন লন্ডনী, কেন্দ্রীয় নেতা কাজী সালাহ উদ্দিন নোমান, নোয়াখালী জেলা বিএমএসএফ এর সাবেক সভাপতি মানিক ভূঁইয়া, যুগ্ম সম্পাদাক এ আর সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক, মো. আবু বক্কর তালুকদার, কেন্দ্রীয় নেতা, মো. দীন ইসলাম।
এসময় নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার সিকদার, জাহাংগীর আলম লিটনসহ কোম্পানিগঞ্জ, সুবর্নচর, বসুরহাট,বেগমগঞ্জ, চাটখিল,সোনাইমুড়ি,ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চট্টগ্রামের সাংবাদিকরা অংশ নেন।
নেতৃবৃন্দ মুজাক্কির হত্যার দৃষ্টান্তমূলক বিচারের জন্য সকল সাংবাদিককে সজাগ থাকার আহবান জানান। কোন ভাবে যেন হত্যাকারীরা এড়িয়ে যেতে না পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :