শিরোনাম :
ঝিনাইদহে ইঞ্জিন চালিত লাটা হাম্বা চালানো শিখতে গিয়ে প্রাণ গেল যুবকের
Padma Sangbad

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে ইঞ্জিন চালিত অবৈধ যান লাটা হাম্বা চালানো শিখতে গিয়ে জিলহাস হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার নরেন্দ্রপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক নরেন্দ্রপুর গ্রামের হারেজ মল্লিকের ছেলে।স্থানীয়রা জানায়, সকালে কালীগঞ্জ শহর থেকে নরেন্দ্রপুরের দিকে যাচ্ছিল লাটা হাম্বারটি। পথিমধ্যে নরেন্দ্রপুর এলাকার ইটভাটার কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। গুরুত্বর আহত অবস্থায় জিলহাসকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. কৃষ্ণ গোপাল দাস বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পর জিলহাস মারা যান।।