নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালীতে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ মার্চ) সকালে অস্থায়ী শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নিরবতা পালন করেন কমান্ড্যান্ট (ডিআইজি) এস এম রোকন উদ্দিন ও জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন। পরে দুপুরে নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন এর সভাপতিত্বে জেলা পুলিশ লাইন্স শহীদ কনস্টেবল মনিরুল হক অডিটরিয়ামে হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট ( ডিআইজি) এস এম রোকন উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ অতিরিক্ত ডিআইজি (অপারেশন অ্যান্ড ক্রাইম) মো.জাকির হোসেন, নোয়াখালী জেলা সিআইডি পুলিশ সুপার বশির আহমেদ, পিবিআই পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, পুলিশ ট্রেনিং সেন্টার পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) খালেদ ইবনে মালেক। অনুষ্ঠান শেষে শহীদ পরিবারদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয় ।
Leave a Reply