আজ ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝিনাইদহে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি:
মুজিব জন্মশত বর্ষ পালন উপলক্ষে ঝিনাইদহে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলা প্রমাসনের পক্ষ থেকে এই ম্যারথনের আয়োজন করে। আজ বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ পুরাতন ডিসিকোর্ট থেকে ম্যারাথন দৌঁড় প্রতিযোগীতার উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ।উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল হাই। এছাড়াও ঝিনাইদহ জেলার প্রতিটি উপজেলায় এই দৌঁড় প্রতিযোগীতার উদ্বোধন করা হয় প্রতিটি উপজেলা নির্বাহী অফিসারগন উপস্থিত থেকে প্রতিযোগীতার উদ্বোধন করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলার বিভিন্ন কর্মকর্তা, সকল ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ ক্রীড়ানুরাগী শিক্ষার্থী ও বিভিন্ন মহলের সুধীজন উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগীতাদের মাঝে পুরস্কার পদক তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :