দেশে টিকা গ্রহিতার সংখ্যা ৩৬ লাখ

Padma Sangbad

অনলাইন ডেস্ক।
বাংলাদেশে টিকাদান কর্মসূচির ২৫ দিনে এ পর্যন্ত করোনা টিকা নিলেন ৩৫ লাখ ৮১ হাজার ১৬৯ জন। এর আগে গত ৭ ফেব্রুয়ারি দেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হয়।
এদিকে মোট টিকা প্রাপ্তদের মধ্যে পুরুষ ২২ লাখ ৯৪ হাজার ৬৯ জন ও নারী ১২ লাখ ৮৭ হাজার ১০০ জন। এছাড়া টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা দিয়েছে ৮০৭ জনের।
বৃহস্পতিবার (৪ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংস্থাটি জানায়, আজ বৃহস্পতিবার টিকা নিয়েছেন এক লাখ ২১ হাজার ১০ জন। তাদের মধ্যে পুরুষ ৭২ হাজার ৮০০ জন ও নারী ৪৮ হাজার ২১০ জন।
এছাড়া বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সারা দেশ থেকে টিকার জন্য নিবন্ধন করেছেন ৪৭ লাখ ৭০ হাজার ৯৫৩ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোট টিকা নেওয়া ৩৫ লাখ ৮১ হাজার ১৬৯ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১১ লাখ ১২ হাজার ৩৫ জন, ময়মনসিংহ বিভাগের এক লাখ ৫১ হাজার ৫৮৪ জন, চট্টগ্রাম বিভাগের সাত লাখ ৬৯ হাজার ১৫৩ জন, রাজশাহী বিভাগের তিন লাখ ৮৯ হাজার ৩১৬ জন, রংপুর বিভাগের তিন লাখ ২৭ হাজার ৩২৬ জন, খুলনা বিভাগের চার লাখ ৫৫ হাজার ৩৯৭ জন, বরিশাল বিভাগের এক লাখ ৬৫ হাজার ১৮৯ জন এবং সিলেট বিভাগের দুই লাখ ১১ হাজার ১৬৯ জন।

Tag :

Please Share This Post in Your Social Media

Update Time : ১১:১৯:৪১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১

দেশে টিকা গ্রহিতার সংখ্যা ৩৬ লাখ

Update Time : ১১:১৯:৪১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১

অনলাইন ডেস্ক।
বাংলাদেশে টিকাদান কর্মসূচির ২৫ দিনে এ পর্যন্ত করোনা টিকা নিলেন ৩৫ লাখ ৮১ হাজার ১৬৯ জন। এর আগে গত ৭ ফেব্রুয়ারি দেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হয়।
এদিকে মোট টিকা প্রাপ্তদের মধ্যে পুরুষ ২২ লাখ ৯৪ হাজার ৬৯ জন ও নারী ১২ লাখ ৮৭ হাজার ১০০ জন। এছাড়া টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা দিয়েছে ৮০৭ জনের।
বৃহস্পতিবার (৪ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংস্থাটি জানায়, আজ বৃহস্পতিবার টিকা নিয়েছেন এক লাখ ২১ হাজার ১০ জন। তাদের মধ্যে পুরুষ ৭২ হাজার ৮০০ জন ও নারী ৪৮ হাজার ২১০ জন।
এছাড়া বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সারা দেশ থেকে টিকার জন্য নিবন্ধন করেছেন ৪৭ লাখ ৭০ হাজার ৯৫৩ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোট টিকা নেওয়া ৩৫ লাখ ৮১ হাজার ১৬৯ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১১ লাখ ১২ হাজার ৩৫ জন, ময়মনসিংহ বিভাগের এক লাখ ৫১ হাজার ৫৮৪ জন, চট্টগ্রাম বিভাগের সাত লাখ ৬৯ হাজার ১৫৩ জন, রাজশাহী বিভাগের তিন লাখ ৮৯ হাজার ৩১৬ জন, রংপুর বিভাগের তিন লাখ ২৭ হাজার ৩২৬ জন, খুলনা বিভাগের চার লাখ ৫৫ হাজার ৩৯৭ জন, বরিশাল বিভাগের এক লাখ ৬৫ হাজার ১৮৯ জন এবং সিলেট বিভাগের দুই লাখ ১১ হাজার ১৬৯ জন।