রায়হান (রানা), চুয়াডাঙ্গা প্রতিনিধি, ০৬-০৩-২১
চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
‘মুজিবর্ষের অঙ্গিকার মাদক করবো পরিহার এই পতিপাদ্য বিষয়টিকে ধারণ করে চুয়াডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রচনা, বইপড়া এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি চত্বরের মুক্ত মঞ্চে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুলের মোট ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার হাবিবুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরিয়ত উল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, জেলা শিল্পকলা একাডেমীর আহ্বায়ক কমিটির সদস্য শাহ আলম সনি, বিচারকের দায়িত্বে ছিলেন চারুকলার শিক্ষক জালাল উদ্দীনসহ আরও অনেকে।
Leave a Reply