মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি।।
“প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার”
ঝিনাইদহের কোটচাঁদপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক এই নারী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ৮ মার্চ সোমবার সকালে উপজেলা পারিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকী, মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম, পৌর মেয়র শহিদুজ্জামান সেলিম, উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের গাইনি কনসালটেন্ট ডাঃ আয়েশা আক্তার, সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, পৌর আ.লীগের আহ্বায়ক ফারজেল হোসেন মন্ডল, ইউপি চেয়ারম্যান নওশের আলী নাসিরসহ বিভিন্ন নেত্রীবৃন্দরা।
অনুষ্ঠান শেষে নারীদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়।।
Leave a Reply